| Your Ads Here 100x100 |
|---|
বিনোদন ডেস্কঃ
অভিনেত্রী তাসনিয়া ফারিণ—নাটক, বিজ্ঞাপন, সিনেমা—সব মাধ্যমেই যার সাবলীল পদচারণা। ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মধ্য দিয়ে যাত্রা শুরু। মায়ের ইচ্ছায় অভিনয়ে আসা এই অভিনেত্রী পরের বছরই বিকাশের বিজ্ঞাপনে মাশরাফি বিন মর্তুজার সঙ্গে কাজ করে আলোচনায় আসেন।
তবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন ২০১৮ সালের ভালোবাসা দিবসে প্রচারিত নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’-এ অভিনয় করে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক নাটক ও বিজ্ঞাপন ছাড়াও নিয়মিত কাজ করছেন সিনেমায়।
শুধু পর্দায় নয়, সামাজিক মাধ্যমেও দারুণ সক্রিয় তাসনিয়া ফারিণ। নিজের অনুভূতি, ভাবনা, ছবি নিয়মিতই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে একাধিক ছবি শেয়ার করেছেন তিনি।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছেন ফারিণ। চোখে প্রশান্তি, মুখে মৃদু হাসি। খোলা চুলে ধরা দেওয়া এই অভিনেত্রী ছবির ক্যাপশনে লিখেছেন—‘এই শহরটা থেকে একটু দূরে কোথাও চলে যাই কিছুক্ষণ।’
ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের ভালোবাসায় ভাসছেন তিনি। এক ভক্ত লিখেছেন, “ওয়াও! কি সুন্দর প্রকৃতি! আর তার সঙ্গে আমাদের সুন্দরী ফারিণ আপু।” আরেকজন লেখেন, “আপনার থেকেও সুন্দর আপনার ওই হাসিমাখা মুখ।”

