28.4 C
Dhaka
রবিবার, জুলাই ৬, ২০২৫

আশুরার আদর্শে বিশ্বজুড়ে মজলুমদের পক্ষে লড়াইয়ের আহ্বান বিপ্লবী পরিষদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

পবিত্র আশুরার শিক্ষা ধারণ করে বিশ্বজুড়ে নিপীড়িত মুসলমানদের মুক্তির লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শনিবার (৬ জুলাই) আশুরা উপলক্ষে এক বাণীতে দলটির আহ্বায়ক খোমেনী ইহসান বলেন, “১০ মহররম শুধু শোক নয়, বরং জালিমের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলার দিন। হযরত হোসাইন (রা.) কারবালায় শাহাদাত বরণ করে মানবজাতিকে শিখিয়ে গেছেন—সত্য ও ন্যায়ের সংগ্রাম কখনো রাষ্ট্রীয় শক্তির কাছে পরাজিত হয় না।”

বাণীতে তিনি বলেন, “আজকের পৃথিবীর কারবালা গাজা। সেখানে ফিলিস্তিনিরা নির্মম জাতিগত নিধনের শিকার। নারী, পুরুষ ও শিশুদের ওপর ইসরাইলি বাহিনী ইতিহাসের বর্বরতম হামলা চালাচ্ছে। কিন্তু মুসলিম বিশ্ব নীরব। বড় বড় রাষ্ট্র ও করপোরেট প্রতিষ্ঠান উল্টো ইসরাইলকে সহযোগিতা করছে।”

তিনি আরও বলেন, “কাশ্মীর, আরাকানসহ মুসলিম অধ্যুষিত অনেক অঞ্চলেই একই অবস্থা। কাশ্মীরে হিন্দুত্ববাদী আগ্রাসনে মুসলমানেরা অবরুদ্ধ, আরাকানে রোহিঙ্গারা গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।”

খোমেনী ইহসান আহ্বান জানান, হোসাইন (রা.)-এর আদর্শ ধারণ করে মজলুমদের পক্ষে বিশ্বজুড়ে প্রতিরোধ গড়ে তোলার। বলেন, “আসুন, গাজা, কাশ্মীর ও আরাকানের নির্যাতিত মানুষের পক্ষে সোচ্চার হই। মাতৃভূমিকে ইসলামের আলোকে গড়ে তুলি এবং বিশ্ব মুসলমানদের সংগ্রামে সম্পৃক্ত হই।”

- Advertisement -spot_img
সর্বশেষ

প্রধানমন্ত্রীর মুখপাত্র বরখাস্ত, নেতানিয়াহুর স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের গুঞ্জন

  আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ওয়াশিংটন সফরের ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওমের দোস্ত্রি...