- Advertisement -
Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
ওপার বাংলায় ফেডারেশন-পরিচালক দ্বন্দ্বে কাজ হারাচ্ছেন একাধিক পরিচালক-প্রযোজক-অভিনেতা। এমনই অভিযোগ পরিচালক গিল্ডের সদস্যদের। নিজেদের কাজ বজায় রাখতে তাদের মধ্যে ১৩ জন পরিচালক হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন। এই দ্বন্দ্বের জেরে তাদের কাজ পেতে আরও অসুবিধা হচ্ছে, এমনই দাবি তাদের।
তেমনই এক অভিনেতা-পরিচালককে নাম না করে ক্ষোভ ঝাড়লেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতার এক সংবাদমাধ্যমকে তিনি জানান, বছরের পর বছর কাজ পান না তিনি। তা নিয়ে তো কারো কোনো মাথাব্যথা নেই!
শ্রীলেখা বলেন, ‘আমি তো বছরের পর বছর কাজ পাই না। কই, তা নিয়ে তো কারো কোনো মাথাব্যথা নেই।
শ্রীলেখার অভিযোগ, তাকে নিয়ে টালিউডের আপত্তি বা সমস্যা আজকের নয়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময়ে বাংলায় ‘স্বজনপোষণ’-এর কিছু উদাহরণ দিয়েছিলেন তিনি।