- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ছাত্রদল মনোনীত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কলাভবনের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার পড়ে শোনান।
ইশতেহারে মোট ৭৫টি প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। ইশতেহারে শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, আনন্দময়, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেন তারা।
ইশতেহারের দশ দফা হলো– ১. শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক ক্যাম্পাস গড়া; ২. নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস; ৩. মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবিমা নিশ্চিত করা; ৪. কারিকুলাম, অবকাঠামো ও গবেষণার মানোন্নয়ন; ৫. পরিবহণ ব্যবস্থা সহজ করা; ৬. হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা; ৭. তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্ত করা; ৮. সাইবার সিকিউরিটি নিশ্চিত করা ও সাইবার বুলিং প্রতিরোধ সাইবার সেল গঠন; ৯. পরিবেশবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা, ডাকসু নির্বাচন নিয়মিত করা এবং ১০. সেমিনার ও সিম্পোজিয়ামের নিয়মিত আয়োজন।

