সাদিয়া জাহান প্রভা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল অভিনেত্রী । বিভিন্ন সময় তিনি দেশে আলোচনায় থাকেন ।
সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে প্রভা বলেন – আমি থাইল্যান্ডে গিয়েছি তার মানে এই নয় আমি বেকার । তিনি আরও বলেন – কিছু হলে তো আমি জানাবো। না জেনে গসিপ করা কেমন লাগে ।