18 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

এখন নাকে তেল দিয়ে ঘুমান -কাকে বললেন ইলিয়াস হোসাইন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক :
এনসিপি বলে এদেশে কিছু থাকবে না মন্তব্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন।
আজ সোমবার (০৬ অক্টোবর) তার ফেসবুকে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন।
ইলিয়াস হোসেন বলেন, “আমি তো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন।এখন কাঁদেন কেন?”
তিনি আরও বলেন, “এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত-বিএনপির বাইরে ১০–১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না।”
ইলিয়াস হোসেন বলেন, “আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুছসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে।
আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারানা না, আপনাদেরও সবাই সেইফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে।”
তিনি আরও বলেন, “আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো, তারাই এখন বেগুন, আলু, মুলা ধরিয়ে দিয়েছে। অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে?”
সবশেষে তিনি বলেন, “এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন হবে জামায়াত আর বিএনপির মধ্যে।”
- Advertisement -spot_img
সর্বশেষ

শীতের তীব্রতায় কাঁপছে কুড়িগ্রাম, দুর্ভোগে প্রান্তিক জনগোষ্ঠী

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে কুড়িগ্রামে শীতের তীব্রতা। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া...