ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছে চীন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, কোনো দেশ নিজেকে বিশ্বের অভিভাবক বা বিচারক হিসেবে প্রতিষ্ঠা করতে পারে—এমন ধারণা তারা সমর্থন করে না।
রবিবার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠককালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাকে ইঙ্গিত করে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো দেশের একতরফা পদক্ষেপ গ্রহণযোগ্য নয়।
ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা সমানভাবে রক্ষা করা উচিত। কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের ওপর বিচারিক কর্তৃত্ব আরোপ করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার পর তার একটি ছবি প্রকাশ পেলে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বর্তমানে তিনি নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন এবং মাদকসংক্রান্ত অভিযোগে আদালতে তোলা হওয়ার কথা রয়েছে।
চীন দীর্ঘদিন ধরেই নিজেকে একটি দায়িত্বশীল বৈশ্বিক কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যে সমঝোতা করিয়ে দেওয়ার মাধ্যমে বেইজিং সেই লক্ষ্য বাস্তবায়নের একটি নজির স্থাপন করেছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনামূলক সমতা বজায় রাখতে পারার অভিজ্ঞতা চীনের অবস্থানকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।