17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

আ.লীগের ভালো মানুষগুলোকে ধরলে ভয়ে অনেকেই কেন্দ্রে যাবে না : বিএনপির প্রার্থী

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, সারা দেশে ধরপাকড় শুরু হয়েছে, যার প্রভাব মাদারীপুরেও পড়ছে। তিনি সতর্ক করে বলেন, গ্রাম্য বিরোধের জেরে ভালো মানুষদের আসামি করা হলে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে এবং এতে ভোটকেন্দ্রে যেতে মানুষ ভয় পাবে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহান্দার আলী মিয়া বলেন, “এই দেশে শুধু একটি দল খারাপ—এভাবে বলা ঠিক নয়। আওয়ামী লীগের মধ্যেও ভালো মানুষ আছে। কিন্তু দ্বন্দ্বের কারণে যদি নিরপরাধদের মামলায় জড়ানো হয়, তাহলে মানুষ আতঙ্কে পড়বে। এতে ভোটের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। মানুষ যেন নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে—সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি। ধরপাকড় ও ভয়ভীতি থাকলে ভোটাররা কেন্দ্রে যাবে না, এতে অন্তর্বর্তীকালীন সরকারের সুনামও ক্ষুণ্ন হবে।”
বিএনপির নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকাহত। আমরা আশা করি, তিনি খালেদা জিয়ার আদর্শ ও অবস্থান থেকে আগামীর বাংলাদেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন। দেশের মানুষ তার দিকেই তাকিয়ে আছে।”
অনুষ্ঠান শেষে জাহান্দার আলী মিয়া দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) গোলজার আহম্মেদ মোস্তফা চিশতি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতুর্জা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, এবং মোহাম্মদালী মেমোরিয়াল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী ডা. রেজাউল করিম রেজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
- Advertisement -spot_img
সর্বশেষ

জীবন বিপন্ন হলেও সীমান্তে মানুষ মারার চেষ্টা রুখব: ফেলানীর ভাই

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিক হিসেবে...