17 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

জ্বালানি সরবরাহ আমাদের জন্য চ্যালেঞ্জ, তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হচ্ছে : অর্থ উপদেষ্টা

জনপ্রিয়
দেশব্যাপী এলপি গ্যাসসহ জ্বালানি খাতে কাজ চলমান রয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভেনেজুয়েলা ও ইরানে চলমান অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর সম্ভাব্য প্রভাব প্রসঙ্গে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, জ্বালানি খাতে ভেনেজুয়েলা একটি স্বাধীন অবস্থানে রয়েছে। সেখানে সাম্প্রতিক সময়ে যে পরিবর্তন দেখা দিয়েছে, তা যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করে—সেটিও পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে।
তিনি জানান, জ্বালানি খাত নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়েছে, যেখানে তিনি নিজেও উপস্থিত ছিলেন। বিদ্যুৎ ও জ্বালানি—এই দুই খাতকে আলাদাভাবে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এর আওতায় নিজস্ব অফশোর ড্রিলিং, কয়লার ব্যবহার বৃদ্ধি এবং মধ্যপাড়ার হার্ড রক কয়লা ব্যবহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সাম্প্রতিক প্রতিবেদনে উপদেষ্টাদের তুলনায় আমলাতন্ত্র বেশি শক্তিশালী—এমন মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বাস্তবে কিছু অগ্রগতি চোখে পড়লেও অনেক সময় তা প্রকাশ্যে বলা হয় না। দেশে এ ধরনের আলোচনা সময়ভেদে ভিন্ন মাত্রায় উঠে আসে।
তিনি আরও বলেন, সব ক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জিত হয়েছে—এমন দাবি করা যাবে না। কিছু ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হয়েছে, আবার কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা ছিল। পরিকল্পনা বাস্তবায়নের জন্য দক্ষ জনবল, আন্তঃসমন্বয়, প্রশাসনিক সহযোগিতা ও নিষ্ঠা অপরিহার্য। কেবল পরিকল্পনা বা ইচ্ছা থাকলেই সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়।
বৈঠকে সয়াবিন তেল ও সার ক্রয়, বরিশালের একটি প্রত্যন্ত এলাকায় সেতু নির্মাণ এবং বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে ৬০ হাজার চালক প্রস্তুতের প্রস্তাবসহ একাধিক সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

জীবন বিপন্ন হলেও সীমান্তে মানুষ মারার চেষ্টা রুখব: ফেলানীর ভাই

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিক হিসেবে...