21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

নাসরিন থাকলে সেই সিনেমায় অভিনয় করব না, কেনো জানিয়েছিলেন দিলদার

জনপ্রিয়
ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে চাঁদপুরে জন্ম নেওয়া এই গুণী অভিনেতা তিন দশকেরও বেশি সময় ধরে রুপালি পর্দায় দর্শকদের অকৃত্রিম হাসিতে ভরিয়ে রেখেছেন। জীবদ্দশায় কোটি মানুষের মুখে হাসি ফোটানো দিলদার মৃত্যুর পরও দর্শকের স্মৃতি ও ভালোবাসায় অমলিন হয়ে আছেন।
পর্দায় সদা হাস্যোজ্জ্বল ও প্রাণচঞ্চল দিলদার জনপ্রিয়তার দিক থেকে অনেক সময় নায়ককেও ছাপিয়ে গেছেন। দর্শকের কাছে তিনি ছিলেন নির্মল বিনোদনের প্রতিচ্ছবি। তবে ক্যামেরার বাইরে তার ব্যক্তিত্ব ছিল দৃঢ় ও আপসহীন। এই বৈশিষ্ট্যের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত পাওয়া যায় মালেক আফসারী পরিচালিত ‘লাল বাদশা’ চলচ্চিত্রের শুটিংয়ের সময়।
দীর্ঘ অভিনয়জীবনে কৌতুক চরিত্রে অনন্য হলেও ‘আবুল্লাহ’ চলচ্চিত্রে নায়ক হিসেবেও নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ দেন দিলদার। সহশিল্পী ও নির্মাতাদের কাছে তিনি ছিলেন ভরসার নাম। কিন্তু ‘লাল বাদশা’ সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী নাসরিনের সঙ্গে তার মতবিরোধ চরমে পৌঁছায়। একপর্যায়ে দিলদার স্পষ্ট করে জানিয়ে দেন—নাসরিন থাকলে তিনি সেই ছবিতে অভিনয় করবেন না।
এই সিদ্ধান্তে বিপাকে পড়েন পরিচালক মালেক আফসারী। সিনেমার একটি গুরুত্বপূর্ণ গানে দিলদার ও নাসরিনের একসঙ্গে অভিনয়ের কথা ছিল। সমস্যা এড়াতে পরিচালক গানটি বাদ দেওয়ার কথা ভাবলে দিলদার জানিয়ে দেন, গান বাদ গেলে তিনি আর শুটিংয়ের সময় দেবেন না।
- Advertisement -spot_img
সর্বশেষ

নাজমুলের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান...