21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান

জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ডরচেস্টার হোটেলে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন।
এছাড়া, গত ২৫ ডিসেম্বর দীর্ঘদিন পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে তার একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছিল বলেও জানা যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে কলেজপড়ুয়া এক শিক্ষার্থীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক, হেলপার ও চালকের...