21 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

চলন্ত বাসে রাতভর গণধর্ষণ, চালক-হেলপারসহ গ্রেফতার ৩

জনপ্রিয়
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি বাসে কলেজপড়ুয়া এক শিক্ষার্থীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসচালক, হেলপার ও চালকের সহযোগীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) এবং চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর এলাকার এক কলেজশিক্ষার্থী (২৬) সাভারের রেডিও কলোনি থেকে আশুলিয়ার উদ্দেশ্যে সাভার পরিবহনের একটি বাসে ওঠেন। সে সময় বাসটিতে আরও দুইজন যাত্রী ছিলেন।
পরবর্তীতে অন্য যাত্রীরা নেমে গেলে অভিযুক্তরা ওই শিক্ষার্থীকে জোরপূর্বক বাসে আটকে রাখে। এ সময় তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এরপর বাসটি বিভিন্ন এলাকায় ঘোরাতে ঘোরাতে রাতভর তাকে ধর্ষণ করা হয় এবং ঘটনার ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

নাজমুলের পদত্যাগের দাবিতে কঠোর অবস্থানে ক্রিকেটাররা, মাঠে যাননি কেউ

জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিকভাবে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থান...