25.4 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫

“রাজনীতি ছাড়ার ঘোষণা হিরো আলমের, ফিরছেন কনটেন্ট দুনিয়ায়”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

খবরের দেশ ডেস্কঃ

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর স্বতন্ত্র প্রার্থী হিসেবে একাধিকবার জাতীয় নির্বাচনে অংশ নেওয়া আশরাফুল হোসেন ওরফে হিরো আলম জানিয়েছেন, আর রাজনীতিতে ফিরছেন না। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার (১৭ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক সেলুন উদ্বোধনী অনুষ্ঠানে হিরো আলম বলেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি, দুইবার পাসও করেছিলাম। কিন্তু এখনকার পরিস্থিতিতে নির্বাচন করা আর সম্ভব না। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি এবং আর কখনো ফিরবো না।”

তিনি আরও বলেন, “জনগণের জন্য আন্দোলন করেছি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। অথচ পেয়েছি অবহেলা, লাঞ্ছনা, ধিক্কার। এখন আর কোনো প্রত্যাশা নেই। এদেশে যেখানে ক্ষমতা, সেখানেই দেশ। জনগণ এখন আর কাউকে বিশ্বাস করে না।”

রাজনীতি ছেড়ে ফের মিডিয়া জগতে মনোযোগ দিচ্ছেন জানিয়ে হিরো আলম বলেন, “আমি মিডিয়ার মানুষ, মিডিয়াতেই থাকতে চাই। নতুন ১০ জন মডেল নিয়ে কাজ শুরু করেছি, এর মধ্যে জনকে ইতোমধ্যে পরিচিত করিয়েছি। সামনে আরও চমক আসবে।”

- Advertisement -spot_img
সর্বশেষ

চাপ বাড়ছে ইসরায়েলের উপর, গাজায় নতুন হামলা বন্ধ করতে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র আক্রমণ, বেসামরিক মানুষদের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ...