27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

বায়না নিয়ে নাসা

বায়না নিয়ে নাসা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

প্রকাশ পেয়েছে সঙ্গীতশিল্পী নাসার ‘বায়না’ গান। সুর করার পাশাপাশি গানটি লিখেছেন তিনি। মিউজিক করেছেন শুভ্র রাহা। গোপাল রয় এর কোরিওগ্রাফিতে আজরাফের সঙ্গে গানে অভিনয়ে দেখা গেছে শিল্পী নাসাকে। গানটি পরিচালনা করেছেন নাসিমুল মুরসালিন সাক্ষর।

এ প্রসঙ্গে নাসা বলেন, ‘বায়না গানটি মুক্তির পর অনেকেই প্রশংসা করেছেন, জানিয়েছেন ভালো লাগার কথা। আমার চ্যানেলের মন্তব্য বাক্সেও অনেকে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এটা আমার ইতিবাচক প্রাপ্তি, একইসঙ্গে অনুপ্রেরণা। ‘

এদিকে নাসার ইতিমধ্যে নিজের লেখা ও সুরে ৩টি গান মুক্তি পেয়েছে, সঙ্গে ১০-১২ গান রয়েছে তার। ফাগুন আসছে, ফুল ফোটাব, থেমে যাক সময়, কাক ও কোকিল, টাকশাল, রাত বাকি ইত্যাদি উল্লেখ্যযোগ্য এ গানসহ ‘ব্লাক ওয়্যার’ সিনেমায় চালাও গুলি নামে গান করেছেন বলে জানান তিনি। নিয়মিত বিজ্ঞাপনের জিংগেলে কণ্ঠও দিচ্ছেন নাসা।

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...