27 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫

প্রেমে অনীহা পরীর

‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

। যার ব্যক্তিজীবন মানেই নানা ঘটনা, নানা বিতর্ক। প্রেম, বিয়ে, বিচ্ছেদ নিয়ে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন পরী। যে কারণে এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহের পরিমাণটা একটু বেশি।

পরীমণি কার সঙ্গে প্রেম করছেন, কাকে বিয়ে করতে চলেছেন, এসব জানার চেষ্টায় মুখিয়ে থাকেন নেটিজেনরা। বিভিন্ন সময় বিভিন্ন তারকা, ব্যক্তির সঙ্গে পরীকে ঘিরে প্রেমের গুঞ্জন রটেছে।

বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রশ্নে জবাবে পরী জানান, ‘আমার প্রেম হলে দেখি অনেকের মন-টন ভেঙে যায়। আমি কারও হবো না, তাতে লোকে খুশি। একজন কারও হলেই বিশাল ব্যাথা! তাই সকল অনুরাগীদের জানাচ্ছি, আমি কারও নই বাবা! তোমরা খুশি থাকো (হাহাহা)।’

- Advertisement -spot_img
সর্বশেষ

আমির খানের নতুন প্রেমিকা কে?

তৃতীয় বিয়ের গুঞ্জন সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার জন্মদিন। বিশেষ এ...