34 C
Dhaka
শনিবার, মার্চ ১৫, ২০২৫

কেমন সাড়া পেল ফারহান-স্পর্শিয়ার ‘সুইট ফ‍্যামিলি’

কেমন সাড়া পেল ফারহান-স্পর্শিয়ার 'সুইট ফ‍্যামিলি’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
শারীরিক অসুস্থতা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক আর ফারহান। বলা যায়, বেশ ভালো সময় কাটাচ্ছেন এখন তিনি। কারণ, মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে। 

সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘সুইট ফ্যামিলি’ নাটকটি মুক্তির দুই সপ্তাহে এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। বলা যায়, নতুন বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান-স্পর্শিয়ার নাটকটি। এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত ফারহান।

নাটকটি নিয়ে ফারহান বলেন, “গত ৫ আগস্টের পর থেকে ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিলো। তার কারণ আমার মনে হয়, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কমবেশি। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকেরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করছেন। সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই ‘সুইট ফ্যামিলি’ নাকটটি অল্প সময়ে ১ কোটি ভিউ অতিক্রম করেছেন।”

 

অভিনেতা আরও বলেন, ‘এটা সত্যি ভালো্লাগার। সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালোলাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প নির্বাচন করি। এই নাটকটিও তেমন একটি কাজ আমার। আমি বেছে কাজ করার চেষ্টা করি। কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালোলাগা জন্মায়।’

মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্যে রাখেন। প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করার চেষ্টা করেন এই অভিনেতা।

- Advertisement -spot_img
সর্বশেষ

কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে ২০ লাখ টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোট এবং জাল নোট তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে...