16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

ওয়েস্টার্ন পোশাকে রুনা!

ওয়েস্টার্ন পোশাকে রুনা!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

আর্কা ফ্যাশন উইকের তৃতীয় আসরের সমাপনী দিনে শো স্টপার হিসেবে র‌্যাম্পের মঞ্চ আলোকিত করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। যেখানে তাকে অন্যরকম লুকে দেখা গেল। এমন লুকে আগে কখনোই তাকে দেখা যায়নি।

নেভি ব্লু রঙের ভিন্ন কাটিং প্যাটার্নের অফ সোল্ডার শর্ট গাউনটিতে রুনাকে একেবারেই অন্য রকম লাগছিলো। এদিন তার ডিজাইনার হিসেবে ছিলেন তানহা শেখ। তাঁর হাউজ তান । তিনি তান এর শো স্টপার হিসেবে র‍্যাম্পে হেটেছেন। আর মেকাপ করেছে এলিগেন্ট লুক বাই সামিনা সারা। র‌্যাম্প কোরিওগ্রাফি করেছেন আজরা মাহমুদ।

রুনা খান বলেন, ‘আমি মনে করি শিল্পীদের হতে হয় সকল শ্রেণি, পেশা, ধর্ম, বয়স, স্থান ও কালের। তাই আমি ফ্যাশন উইকে একেবারে তরুণ প্রজন্মের সঙ্গে মিশে যেতে চেয়েছি।’

মিলেনিয়াল, জেন জি ও জেন আলফা-ফ্যাশনপ্রেমী নানা বয়সী মানুষের পদচারণে মুখর হয়ে উঠেছিলো এবারের আর্কা ফ্যাশন উইক। জমজমাট ছিল আয়োজনের মার্কেটপ্লেস, ডিজাইন ল্যাব ও ফুড জোন। দিনব্যাপী চলেছে রিকশা পেইন্টিং, কাঁথা স্টিচ ইত্যাদি বিষয়ে মাস্টারক্লাস। এছাড়া ছিল জমকালো ফ্যাশন শো।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...