16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

বাংলাদেশি আবাল আব্দুলকে গ্রেপ্তার করেছে কে ভারতীয় পুলিশ!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ভারতের গোয়ালপোখরের পাঞ্জিপাড়ায় পুলিশ কে গুলি চালানোর ঘটনায় প্রধান  অভিযুক্ত   সাজ্জাকের  সহযোগী হিসাবে তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ।

সাজ্জাক একটি খুনের মামরায় বিচারাধীন ছিলেন।  গত বুধবার ভারতের ইসলামপু আদালত থেকে রায়গঞ্জে নিয়ে যাওয়ার সময়ে সাজ্জাক কর্তব্যরত  ২ জন পুলিশ সদস্যকে  গুলি করে পালিয়ে যান।

বাংলাদেশে পালিয়ে যাবার পথে শনিবার ভোরে চোপড়া সীমান্তে এনকাউন্টারে মারজান

জেলের মধ্যে কি করে পেল আগ্নেয়াস্ত্র?

তবে প্রশ্ন উঠে খুনের মামলার আসামি জেলের মধ্যে কি করে পেল আগ্নেয়াস্ত্র ?

তদন্তে খুঁজে পাওয়া যায়  সাজ্জাদের কাছে আগ্নেয়াস্ত্র পান আদালত চত্বরেই।  শেখ হজরত (২৪) নামক এক যুবক সাজ্জাকের হাতে অস্ত্র তুলে দেন।

ঘটনার নেপেথ্যে ছিল   সাজ্জাকের সহযোগী  বাংলাদেশের আব্দুল হোসেন অরফে (আবাল) কে গ্রেফতার করেন ইসলামপু পুলিশ। রবিবার রাতে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার অন্তর্গত সীমান্তঘেসা  রসাখোয়া এলাকা থেকে গ্রেফতার হয়েছেন আবদুল হোসেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...