18 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

শাবানাকে চড় মেরেছেন রীনা খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
একবার শাবানাকে চড় মেরেছিল রীনা খান । ছবিতে এ দৃশ্যটি করতে আপত্তি ছিল রীনার
পরে,শাবানা বলে রাজি করিয়েছিল।এমন চড় দিয়েছিল, শাবানার পরচুল খুলে যায়।সেই এক চড়েই জনপ্রিয় হয়ে যায় রীনা।
পরে,শাবানা,ববিতা,শাবনূর,মৌসুমী,থেকে শুরু
করে তার সময়ের এমন কোনো জনপ্রিয় নায়িকা
বাদ যায়নি যাকে সে বিষ খাওয়িয়ে মা*রতে চাইনি।
অন্যদিকে,
দুলারিও কোনো অংশে কম ছিলনা।সংসারে খালা বা ফুফু শাশুড়ি হয়ে বাড়ির বউয়ের, গলা কা*টা কিংবা বাড়ি থেকে বের করে
দেওয়ার জন্যই যেন তার জন্ম।
পর্দার বউদের সাথে তার ঝগড়া এত বিখ্যাত যে,
কোথাও যাবার পথে ট্রাফিক পুলিশ বলে
তার সাথে একটু ঝগড়া করতে।
রীনা খানের বধু হ*ত্যা এতটা জনপ্রিয় যে,
বাসা ভাড়া নিতে গেলে মহিলা ভয়ে কাপতে কাপতে
বলেন,” তার বাসায় থাকবো না,সে ছেলের বউয়ের গলা কা*টে”
এমনকি,
রীনা খানের ছেলের প্রেমিকা যখন জানলো যে,
সে এতদিন যার সাথে সম্পর্ক করছে সে আসলে বাস্তবে খল নায়িকা,রীনা খানের ছেলে,
এটা জানার পর ৬ মাস রিলেশন ব্রেকআপ ছিল তাদের!
কিছু দিন পর ভুল বুঝাবুঝির অবসান হলে রীনা খানের ছেলেকে বিয়ে করতে রাজি হয় মেয়েটি।
নব্বই ও শূন্য দশকের সবচেয়ে জনপ্রিয়
খল অভিনেত্রী এ দুজনই।
তাদের পরে খল চরিত্রে নায়িকা নতুন আশার আলো জ্বালিয়ে ছিল তবে
তেমন কোনো গল্প ও দর্শক পায়নি।
বাস্তব জীবনে রীনা ও দুলারীর মাঝে খুব ভাল
সম্পর্ক।
আত্মার বান্ধবী তারা।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...