21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

কপিল শর্মার লড়াইয়ের পেছনের সত্যি গল্প ফাঁস করলেন অর্চনা পুরান সিং

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্কঃ

ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী, সঞ্চালক ও ইউটিউবার অর্চনা পুরান সিং সম্প্রতি একটি ব্লগে তার পরিবারের সঙ্গে সময় কাটানোর সময় কমেডিয়ান ও সঞ্চালক কপিল শর্মার সংগ্রাম ও সাফল্যের পেছনের গল্প উন্মোচন করেছেন। অর্চনা স্বামী পারমিত শেঠি ও দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মানের সঙ্গে ইউটিউবার ও সংগীতশিল্পী যশরাজ মুখাটের বাড়িতে গিয়েছিলেন, যেখানে কপিল শর্মার জীবনের কথা আলোচনায় উঠে আসে।

যশরাজ মুখাট কপিল শর্মার একজন বড় ভক্ত এবং জানান, কপিল এখনও যথাযথ সম্মান পাননি। এ প্রসঙ্গে অর্চনা বলেন, “আমি এটা কপিলকে জানাবো। সে অসাধারণ মেধাবী এবং গত ১৫ বছর ধরে তাকে দেখছি। তার পাঞ্চলাইন আমাকে সবসময় অবাক করে দেয়।” তিনি আরও বলেন, “তার মধ্যে গভীরতা আছে, যা না থাকলে কেউ এত মজার হতে পারত না।”

অর্চনা আরো বলেন, “যিনি অন্যকে হাসাতে পারেন, তার ভেতরে অনেক কান্না লুকানো থাকে। কপিলের শৈশব দারিদ্র্যে কাটে, বাবা ক্যান্সারে মারা যাওয়ার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। তবুও তার প্রতিভা এমন যে সারা বিশ্বকে হাসাতে পারে।”

বর্তমানে অর্চনাকে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে দেখা যায়, যেখানে কপিল শর্মা, কিকু শারদা, সুনীল গ্রোভার ও কৃষ্ণা অভিষেক অভিনয় করছেন। এছাড়া, এই সিজনে নভজোত সিং সিধু স্থায়ী অতিথি হিসেবে ফিরে এসেছেন।

অর্চনা তার পুরনো কমেডি শো ‘কমেডি সার্কাস’ নিয়ে মজার অভিজ্ঞতাও শেয়ার করেন। তিনি বলেন, “নির্মাতারা অনেক সময় এমন অংশ দেখাতেন যেখানে আমার হাসি আসলে মজার না হলেও তা সম্পাদনা করে হাস্যকর করে তুলত।”

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...