- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ যাদের মৃত্যুদণ্ড ও কারাদণ্ড হয়েছিল, সবাই খালাস পেয়েছেন। এই রায় কারো কাছে প্রমাণ করেছে—ক্ষমতায় যারা থাকে, বিচারও শেষমেশ তাদের পক্ষেই লেখা হয়। আবার কারো কাছে মনে হয়েছে, ক্ষমতাসীনরা রাজনৈতিক প্রতিপক্ষকে ভুয়া মামলা দিয়ে হয়রানি করেন।
২০০৪ সালের ২১ আগস্ট, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে চালানো ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন, আহত হন শতাধিক।
এত বছর পরেও জাতির কাছে অমীমাংসিত রয়ে গেল—আসলে কারা ঘটিয়েছিল সেই নৃশংস হামলা? জিন, পরি না ভূত!
হয়তো সামনে শুনতে হবে “জজ মিয়া ২.০” কাহিনী। আর যদি ক্ষমতার পালাবদল হয়, তখন হয়তো আবার নতুন গল্প শুনতে হবে।

