- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ ডেস্ক :
সম্প্রতি পরিমণির একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে ।
পরমনি লিখেন-
”আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম।
এখন ৬ মাস আওয়ামিলীগ ৬ মাস বিএনপি
পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন । বাপরে বাপ কি জিনিস এটা।”
পরে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করে লিখেন –
‘তিনি আমাদের অপু বিশ্বাস।
যার কারণে সাকিব খান নিজেই এখন অপুরে বিশ্বাস করে না।
তবে অপু কিন্তু তোমার মত এত ভাতার পরিবর্তন করে না, এই দিক থেকে তুমি এগিয়ে আছো’।
‘আপনাকে ভালো লাগে।কিন্ত পার্সোনাল বিরোধের জেরে কোমরে শাড়ি বেঁধে গ্রাম্য মহিলাদের মতো ঝগড়া করতে নেমেছেন,এটা একদমই ভালো লাগেনি।আপনাকে নিয়ে তো উনি কখনো পাবলিক প্ল্যাটফর্মে কাদা ছোড়াছুড়ি করেননি…….উনার পাপ-পূণ্যের হিসাব টা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেন না.’

