- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
দেশের বিনোদন্ ইন্ডাস্ট্রীতে যুক্ত হলো এজে ফিল্মস।
রুচি সম্মত, সাংস্কৃতিক মনন তৈরী করতে এই ফিল্ম কোম্পানি কাজ করে যাবে। এ প্রসংগে এজে ফিল্মসের কর্ণধার এমডি আব্দুল জলিল বলেন, আমরা সুস্থ বিনোদন চর্চায় ভূমিকা রাখতে চাই। সুস্থ, সুন্দর বিনোদন মানেই সুন্দর সমাজ এবং জাতি।

তিনি আরো জানান, প্রথম ধাপে আমরা “প্রেম ও প্রতারণা” সিরিজ সীজন-১ করছি.
তারপর, কমেডি, থ্রীলার, হরর, জেন-জি সিরিজও করবো। শিশুদের মানসিক বিকাশের জন্যে আমরা নির্মল বিনোদন সৃষ্টিতেও ভূমিকা রাখতে চাই।
জানা গেছে, এজে ফিল্মসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে এই সৃজনশীল সিনেমাগুলো অবমুক্ত করা হবে।

