22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

হাসান মাসুদের সাথে হাত মেলাননি হানিয়া আমির

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
 বিনোদন ডেস্ক :
হাসান মাসুদের সাথে হাত মেলাতে অসম্মতি জানালেন হানিয়া আমির ।
গতকাল শিল্পকলায় হানিয়া আমিরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল। যেমন- আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরো অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন।
হানিয়া আমির আসলেন এবং একে একে সবার সাথে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্যে নিজের ডান হাত বাড়িয়ে দিল, পাকিস্তানি এই মডেল তখন তার সাথে হাত মেলাতে আপত্তি জানান। মূলত হাসান মাসুদ দেখতে কা*লো বলেই তার সাথে হাত মেলায়নি হানিয়া আমির।
পরবর্তীতে হাসান মাসুদ নিজের পরিচয় দিয়ে বলেন, “আই এম হাসান মাসুদ। আই এম এন আর্টিস্ট। আই ইউজড টু এক্ট উইথ সুমাইয়া শিমু। শি ওয়াজ অলসো বিউটিফুল লাইক ইউ।”
একথা শুনে থতমত খেয়ে যান হানিয়া আমির৷ পরে হানিয়া আমির নিজের ভুল বুঝতে পেরে বিষয়টি ধামাচাপা দিতে বলেন, আমি ভেবেছিলাম আপনি হয়তো কারো বডিগার্ড। আর একথা বলেই হানিয়া পরের গেস্টদের সাথে হাত মেলাতে মেলাতে চলে যায়।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...