24 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫

‘বান্ধা কাস্টমার’ ভিডিওতে ভাইরাল মারজুক রাসেল

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;

কবি, গীতিকার ও অভিনেতা— বহুমাত্রিক পরিচয়ের মানুষ মারজুক রাসেল। তবে সাম্প্রতিক সময়ে তিনি আলোচনায় আছেন মূলত অভিনয়ের জন্য। জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট–এর পঞ্চম সিজনে নিয়মিত দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি একক নাটকেও ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী।
অভিনয়ের পাশাপাশি ফেসবুকে নিজের পেজে ছোট ছোট রম্যধর্মী ভিডিও প্রকাশ করছেন মারজুক। সেসব ভিডিওতে রসিকতা ও বাস্তব জীবনের হিউমারের মিশেলে দর্শকরা খুঁজে পাচ্ছেন নতুন এক মারজুককে।
সম্প্রতি তাঁর পোস্ট করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, দোকানে মারজুক রাসেলকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ক্যাপশনে লেখা—
―❝ভাই, আপনার এই অবস্থা ক্যা?❞
―❝আমি এই দোকানের ‘বান্ধা কাস্টমার’।❞
মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিওতে রিয়েকশন পড়েছে প্রায় চার লাখ, শেয়ার হয়েছে আট হাজারেরও বেশি। অভিনয়ের সহজ ভঙ্গি ও বুদ্ধিদীপ্ত উপস্থাপনায় দর্শকেরা মুগ্ধ হয়েছেন নতুন এই মারজুক–চরিত্রে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সহকারী প্রকৌশলী থেকে শতকোটির মালিক! গণপূর্তে বদরুল আলম খানের উত্থানের রহস্য

গণপূর্ত অধিদপ্তরের সাভার সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বদরুল আলম খানের বিরুদ্ধে দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম...