- Advertisement -
| Your Ads Here 100x100 |
|---|
খবরের দেশ দেস্ক;
রাজধানীর রূপনগর শিয়ালবাড়ি এলাকার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ধোঁয়া ও বিষাক্ত গ্যাসে বিপজ্জনক পরিস্থিতি বিরাজ করছে। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান জানিয়েছেন, নিরাপত্তা স্যুট পরে গুদামের ভেতরে প্রবেশ করে দেখা গেছে— ভেতরে এখনো তীব্র ধোঁয়া ও টক্সিক গ্যাস রয়েছে। ফলে অভিযান সম্পন্ন করতে সময় লাগবে।

