27 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

মুর্শিদাবাদে তৃণমূলকে ২০ থেকে ১০ এ নামাব : হুমায়ুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
খবরের দেশ ডেস্ক ;

 

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার সরাসরি দলকেই চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সাম্প্রতিক এক ভাইফোঁটার অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে দলের জেলা নেতৃত্বের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি ও স্বজনপোষণের অভিযোগ তুলেছেন।
হুমায়ুনের বক্তব্যে উঠে এসেছে দলের ভেতরের অসন্তোষ—
“২০২৩ সাল থেকে বলছি, দু’জন ব্লক সভাপতিকে সরান। চিঠি দিয়েছি, অনুরোধ করেছি। কেউ শুনল না। এখন যারা বালির ঘাট থেকে টাকা তোলে, পুলিশের সঙ্গে ভাগ বসায়, তারাই নেতা হয়ে বসে আছে!”
তিনি আরও বলেন—
“এক লরি বালি ৪০ হাজারে পাওয়া উচিত, কিন্তু লাগছে ৫০ হাজার। কেন? এই অন্যায় আমি মানব না।”
এর পরই দলের বিরুদ্ধে প্রত্যক্ষ হুমকি,
“আমাকে যদি অসম্মান করো, আমি দু’টো সিটে দাঁড়াব। জিতে দেখাব, কার সঙ্গে মানুষ আছে!”
জেলা নেতৃত্বের নাম টেনে কটাক্ষ করেন তিনি—
“এই ভীষ্ম, অপূর্ব সরকার, নিয়ামত হাজি, খলিলুর রহমান— এরা নাকি নেতা! বাকিরা তেজপাতা। তরকারিতে দিলে গন্ধ আসে, কিন্তু খাওয়ার নয়।”
এমনকি একাধিক নেতার পারিবারিক পরিচয় ও অতীত কেলেঙ্কারি টেনে এনে বিদ্রূপ করেন হুমায়ুন।
সবশেষে তাঁর হুঁশিয়ারি—
“আমাকে দল থেকে বের করে দেখাক না! মুর্শিদাবাদে আসন সংখ্যা ২০ থেকে ১০ এ নামাব।”
- Advertisement -spot_img
সর্বশেষ

কি ভাবছে ভারতের তরুণ প্রজন্ম- ‘জেন–জি’

খবরের দেশ ডেস্ক : ভারতের তরুণ প্রজন্ম—জেনারেশন জেড বা সংক্ষেপে ‘জেন–জি’। ২৫ বছরের নিচে এ বয়সসীমায় পড়ছে প্রায় ৩৭ কোটি...