32 C
Dhaka
শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

সীতাকুণ্ডে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100



মোঃ হোসেন সীতাকুণ্ড চট্টগ্রামে প্রতিনিধি ;

সীতাকুণ্ড  বাঁশবাড়ীয়া  জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট-২০২৫।
শুক্রবার (২৪ আগস্ট) বিকেলে ৩টায় দিকে
বাঁশবাড়ীয়া  ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনে,
মো,আবুল আল  মান্নানের  সঞ্চালনায়,অনুষ্ঠিত হয়,, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-  উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মো, সালাউদ্দিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সদস্য সচিব সীতাকুণ্ড উপজেলা বিএনপির, কাজী,মো মহিউদ্দিন,
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুটবল বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐক্যের প্রতীক। এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,৬নং বাঁশবাড়ীয়া  ইউনিয়নের বিএনপি, সাধারণ সম্পাদক, মো,ইদ্রিস  মিয়া,
৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন,যুবদলের  সভাপতি, মো,বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক, মো আলা উদ্দিন,
মোঃ আবদুল আল মান্নান – ওহিদুল ইসলাম -মো,কামাল -মো,নবী -মো,রাজু-মো,আইয়ুব আলী -কাজী মাইনুল ইসলাম-মো,আরফান -মো,ফাহিম-মো,রফিক-মো,নুর মোহাম্মদ -রতন কুমার নাথ-মো,আবু বক্কর, মো,বাহারসহ প্রমৃ্
দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন, উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মো, সালাউদ্দিনসহ, নেতৃবৃন্দরা,,
উদ্বোধনী খেলায় ৬নং। বাঁশবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়াড রহমেতের পাড়া  ফুটবল  একাদশ ও ৭নং  ভুয়ালিয়া কোল ফাইডাস,  ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ২-০ গোলে ভোয়ালিয়া কোল   ফাইডাস  টিমকে হারিয়ে বিজয় অর্জন করে, রহমের পাড়া  ফুটবল একাদশক । খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাদক মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের জন্যই এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে, বলেন জানায়
- Advertisement -spot_img
সর্বশেষ

রয়েল এনফিল্ড বাইকে রাস্তায় সালমান

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মোটরবাইক ‘রয়েল এনফিল্ড’ — যেটি কিনতে এখন অগ্রিম বুকিং দিতে হচ্ছে বাইকপ্রেমীদের। অথচ এই একই বাইক...