30 C
Dhaka
সোমবার, নভেম্বর ৩, ২০২৫

সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে এক জনের মৃত্যু 

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

মো,হোসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি।
সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে প্রাণ গেল সাকিব (২০) নামের এক কিশোরের মৃত্যু
শুক্রবার( ৩১অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব অন্যান্য দিনের মত তার পাশের গ্রামের  সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার একটি মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। কিন্তু ওই সময় অতিরিক্ত গরম পড়ছিল তখন। এক প্রর্যায়ে সে খেলারত অবস্থায় মাঠেই অজ্ঞান হয়ে পড়ে।
এ সময় তার  সহপাঠীরা তাকে নিয়ে  দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে
সেইখানে  চিকিৎসক ডা. নিনসিলা। তিনি বলেন, সাকিবকে হাসপাতালে আনার আগেই   হিট স্ট্রোকে সেই  মারা যায়।
সাকিব মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তার অকাল মৃত্যুতে সহপাটি ও এলাকাবাসিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে সাকিবের নিহতের খবর শুনে তার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ অনেকটা ভাড়ি হয়ে উঠে। অপরদিকে ওই গ্রামের বাসিন্দা মোঃ সাহেদের কাছে জানতে চাইলে তিনি জানায়, সাকিব অনেক ভাল ছেলে।
তারা এক ভাই ও এক বোন। তার মধ্যে সাকিব বড়। ছোট বোন সীতাকুণ্ড  ফকিরহাট এলাকায় অবস্থিত সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত।
এদিকে  সাকিবের জানাজা বাদ,আসর, এলাকার গ্রামের কবরস্থানে তাকে দাপন করা হয়।
- Advertisement -spot_img
সর্বশেষ

শেষ ছবিতে সালমান শাহর পারিশ্রমিক কত ছিল

বাংলা চলচ্চিত্রের রাজপুত্র সালমান শাহ অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘বুকের ভেতর আগুন’।ছবিটি পরিচালনা করেছিলেন ছটকু আহমেদ, আর সালমানের...