| Your Ads Here 100x100 |
|---|
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
মহান মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা স্মরণে নানা কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে কুড়িগ্রাম পাকিস্তানী হানাদার মুক্ত দিবস।
শনিবার (০৬ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপিত হয়।
সকালে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে এসে শেষ হয়। সেখানে মুক্তিযোদ্ধা, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর অবঃ আব্দুস সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকার, কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, কুড়িগ্রাম উপজেলা কমান্ডার আব্দুল বাতেনসহ অন্যান্য বক্তারা।
তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে জানাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আরও উদ্যোগী হওয়ার তাগিদ দেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে পরাজিত হয়ে পাক হানাদার বাহিনী কুড়িগ্রাম ত্যাগ করতে বাধ্য হয়। ফলে কুড়িগ্রাম সম্পূর্ণ হানাদার মুক্ত হয় এবং মুক্তিকামী মানুষের মাঝে ছড়িয়ে পড়ে বিজয়ের আনন্দ।

