26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪ টন ডিএপি সার জব্দ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
‎কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় পাচার হচ্ছে সন্দেহে ৪ হাজার কেজি ডিএপি সার জব্দ করেছে পুলিশ। গতকাল রাতে স্থানীয়দের সহযোগিতায় একটি নছিমন গাড়ি থেকে বিপুল পরিমাণ এই সার আটক করে পুলিশ।

‎স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ও ব্যাপারীটারী এলাকার বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অনুমোদিত সার ডিলার মোছা. হালিমা খাতুনের সাড়ের গোডাউন মেসার্স রাদিয়া ট্রেডার্স (বীজ লাইসেন্স নং–১৫১২, সার লাইসেন্স নং–৪৭৯৫) থেকে রাত ৮টার দিকে ৮০ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি) ডিএপি সার একটি নছিমনে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল।

‎নছিমনটি মাস্টার মোড় বাজারের ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা গাড়িটি থামিয়ে চালকের কাছে সার পরিবহনের কারণ জানতে চান। কিন্তু চালক সঠিক তথ্য দিতে ব্যর্থ হলে তারা গাড়িটি আটকে রাখেন। পরে খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নছিমনসহ সার জব্দ করে থানায় আসে।

‎স্থানীয় কৃষক আজিজুল হক, আরিফ হোসেনসহ অনেকেই অভিযোগ করে বলেন, এলাকার কৃষকরা নিয়মিত সার সংকটে ভোগেন। ডিলারের কাছে গেলে সার পাওয়া যায় না, পেলেও অতিরিক্ত দামে কিনতে হয়। অথচ রাতে গোপনে সার পাচারের চেষ্টা চলছে। এর আগেও এই ডিলার অনিয়মের কারণে ১ লাখ টাকা জরিমানা দিয়েছেন।

নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ নাদিম মিয়া বলেন, এসিল্যান্ড স্যার ও ওসি স্যারের নির্দেশে রাতেই নছিমন ও সার জব্দ করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান বিএডিসি ডিলার হালিমা খাতুনের প্রতিষ্ঠানের গোডাউন থেকে ৮০ বস্তা ডিএপি সার স্থানীয় খুচরা ব্যবসায়ী সামাদের কাছে যাচ্ছিল। পথে জনতা আটক করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি...