26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

মুলাদীতে সেতু উদ্বোধন ঘিরে উত্তেজনা, হামলায় পণ্ড হলো অনুষ্ঠান

জনপ্রিয়
বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে নতুন নির্মিত একটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থানীয়দের বিক্ষোভ ও হামলার মুখে ভেঙে পড়ে। শনিবার বেলা ১১টার দিকে প্রায় তিনশত ক্ষুব্ধ লোকজন অনুষ্ঠানস্থলে হামলা চালালে পুরো আয়োজন নষ্ট হয়ে যায়। ওই সময়ে জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনাস্থলের আশপাশে উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করার কথা ছিল। প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি অনুষ্ঠানস্থলে পৌঁছার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
নামকরণ নিয়ে দ্বন্দ্ব থেকেই শুরু উত্তেজনা
দুই বছর আগে এলাকাবাসী সেতুটির নাম নির্ধারণ করেন ‘সৌহার্দ্য সেতু’। তবে সম্প্রতি নতুন করে ‘৩৬ জুলাই সেতু’ নাম দিয়ে দ্রুত উদ্বোধনের উদ্যোগ নেওয়া হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেতুর সংযোগ সড়ক এখনো অসম্পূর্ণ থাকায় অনেকেই উদ্বোধনকে ‘তড়িঘড়ি’ বলেও সমালোচনা করেন।
এলাকাবাসীর দাবি, উপদেষ্টা সজীব ভূঁইয়ার ব্যক্তিগত সহকারী আয়মন হাসান রাহাত—যার বাড়ি রামারপুল গ্রামে—নিজস্ব প্রভাব খাটিয়ে নতুন নামকরণ ও উদ্বোধন আয়োজন এগিয়ে নিয়েছেন। অন্যদিকে, ২০১৪ সালে সেতু নির্মাণে প্রধান ভূমিকা রাখা সাবেক অতিরিক্ত সচিব ইমদাদুল হককে আমন্ত্রণ না জানানোও স্থানীয় ক্ষোভ উসকে দেয়।
হামলা ও ভাঙচুর
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বিক্ষুব্ধ জনতা ‘অবৈধ উদ্বোধন মানি না’ শ্লোগান দিতে দিতে সেতুর নামফলক ভাঙচুর করে। পরে প্যান্ডেলে ঢুকে চেয়ার-টেবিল ও লাল গালিচা তছনছ করা হয়। অভিযোগ রয়েছে—হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসীর স্মারকলিপি উপেক্ষিত
নাজিরপুর ইউনিয়ন চারিদিকে নদীবেষ্টিত হওয়ায় দীর্ঘদিন ধরে সেতুটির দাবি ছিল স্থানীয়দের। ভূমিদাতারাও স্মারকলিপি দিয়ে উদ্বোধন স্থগিতের আবেদন করেছিলেন এবং আগের নামেই উদ্বোধনের দাবি জানান। তাদের অভিযোগ—জমি দানকারী ও গণ্যমান্য কেউই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না।
প্রশাসনের অবস্থান
ইউএনও মো. গোলাম সারওয়ার জানান, হামলার সময় তিনি ও জেলা প্রশাসক মূল অনুষ্ঠানস্থল থেকে দূরে ছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসকের দপ্তরে ভার্চুয়ালি উপদেষ্টা সেতুর উদ্বোধন সম্পন্ন করেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি...