26 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা: সেই গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

জনপ্রিয়
রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা–মেয়েকে হত্যার ঘটনায় চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি জেলা থেকে মোহাম্মদপুর থানা পুলিশ বুধবার দুপুরে তাকে আটক করে বলে জানিয়েছেন থানার ওসি মেজবাহ উদ্দিন।
গত সোমবার সকালে বোরকা পরে সাততলা আবাসিক ভবনের ফ্ল্যাটে ঢুকে লায়লা আফরোজ (৪৮) ও তাঁর নবম শ্রেণিপড়ুয়া মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করা হয়। ঘটনার পর আয়েশা নাফিসার স্কুল ড্রেস ও মাস্ক পরে দ্রুত ফ্ল্যাট ত্যাগ করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে ফ্ল্যাটে প্রবেশ করেন এবং প্রায় দেড় ঘণ্টা পর স্কুল পোশাক পরে বেরিয়ে যান।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নাফিসার বাবা এম জেড আজিজুল ইসলাম—উত্তরার সানবীমস স্কুলের শিক্ষক—সকাল ৭টার দিকে বাসা থেকে বের হন। পরে সকাল ১১টার দিকে ফিরে এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় খুঁজে পান। ধারণা করা হচ্ছে, মা নিহত হওয়ার বিষয়টি দেখে নাফিসা ইন্টারকম থেকে সাহায্য চাইতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হলে তাকেও ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাথরুম থেকে উদ্ধার করা একটি সুইচগিয়ার চাকু ও একটি ফল কাটার ছুরি হত্যায় ব্যবহৃত হয়েছে বলে মনে করছে পুলিশ।
নিহতদের বাসায় ধস্তাধস্তির চিহ্ন স্পষ্ট। ফ্ল্যাটের বিভিন্ন স্থানে রক্তের দাগ, তছনছ আলমারি, এলোমেলো জিনিসপত্র এবং নিখোঁজ আফরোজের মোবাইল ফোন—সবই পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দিচ্ছে। দারোয়ান মালেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাফিসার বাবা জানিয়েছেন, চার দিন আগে কাজের সন্ধানে আসা বোরকা পরা মেয়েটিকে দারোয়ান বাসায় পাঠান। পরিচয় দেয় “আয়েশা” নাম বলে। বয়স আনুমানিক ২০ বছর, গ্রামের বাড়ি রংপুর। তিনি জানান, আয়েশা দাবি করেছিলেন তাঁর বাবা–মা আগুনে পুড়ে মারা গেছেন, আর তাঁর শরীরেও আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।
এখন পর্যন্ত কী কী খোয়া গেছে তা শনাক্তের কাজ চলছে। তদন্ত বলছে, হত্যার উদ্দেশ্য স্পষ্ট হলেও হয়তো লুটের উপাদানও যুক্ত থাকতে পারে।
- Advertisement -spot_img
সর্বশেষ

সিন্ডিকেটের মাধ্যমে ৬১ লাখের গরু ১৪ লাখে বিক্রির অভিযোগ কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে

  আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সিন্ডিকেটের যোগসাজশে ৬১ লাখ টাকার গরু ১৪ লাখ টাকায় নিলামে...