ঋণখেলাপি হিসেবে নাম থাকায় কুমিল্লা-৪ সংসদীয় আসনে নির্বাচন করার সুযোগ হারাতে পারেন বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাইকোর্টের দেওয়া ঋণখেলাপির তালিকা স্থগিত সংক্রান্ত আদেশ চেম্বার আদালত স্থগিত করলে বিষয়টি নতুন মোড় নেয়। ফলে ঋণখেলাপির তালিকায় বহাল থাকছেন মঞ্জুরুল আহসান মুন্সী।
এর আগে সম্প্রতি প্রকাশিত ঋণখেলাপির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হলে তিনি আইনি প্রতিকার হিসেবে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট সাময়িকভাবে ওই তালিকা স্থগিত করলেও চেম্বার আদালতের সর্বশেষ আদেশে সেই স্থগিতাদেশ বাতিল হয়।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান মোট ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। একই দিনে ৭৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, যার মধ্যে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও অন্তর্ভুক্ত ছিল।
রিটার্নিং কর্মকর্তা জানান, স্বাক্ষর জটিলতা, প্রয়োজনীয় এক শতাংশ ভোটার সমর্থন তালিকায় ত্রুটি, কাগজপত্রের ঘাটতি এবং ব্যাংক হিসাব সংক্রান্ত নথি যথাযথভাবে দাখিল না করায় বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে বাতিল হওয়া প্রার্থীরা আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন বলেও তিনি জানান।