15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

পরপারে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

জনপ্রিয়
সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই ১৪২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
তার জানাজা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের ধাহরান আল জানুব এলাকায় অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ জন্মগ্রাম আল রশিদে দাফন করা হয়। জানাজায় সাত হাজারেরও বেশি মানুষ অংশ নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সৌদি আরবের একীকরণের আগেই জন্মগ্রহণ করা নাসের আল ওয়াদাই আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসনামল প্রত্যক্ষ করেছেন। দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে শত বছরের বেশি সময় ধরে ঘটে যাওয়া নানা পরিবর্তনের জীবন্ত সাক্ষী ছিলেন তিনি।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নাসের আল ওয়াদাই জীবদ্দশায় ৪০ বারেরও বেশি হজ পালন করেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও সৎ জীবনযাপনের জন্য সুপরিচিত।
মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সেই সংসারে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়।
তার মৃত্যুর খবরে সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে বিশ্বাস, ধৈর্য ও দৃঢ়তার প্রতীক হিসেবে স্মরণ করছেন।
- Advertisement -spot_img
সর্বশেষ

জীবন বিপন্ন হলেও সীমান্তে মানুষ মারার চেষ্টা রুখব: ফেলানীর ভাই

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিক হিসেবে...