সমাজের অন্ধকার এক অধ্যায়কে রুপালি পর্দায় তুলে ধরতে আসছে নির্মাতা রাশিদ পলাশের নতুন চলচ্চিত্র ‘রঙবাজার’। নিষিদ্ধ ও উপেক্ষিত বাস্তবতার গল্প নিয়ে নির্মিত ছবিটির ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।
রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিসের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রঙবাজার’-এর ট্রেইলার প্রকাশ করা হয়।
ট্রেইলার উন্মুক্ত হওয়ার পর নির্মাতা রাশিদ পলাশ জানান, ছবিটি মুক্তির প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তারই অংশ হিসেবে দর্শকদের সামনে ট্রেইলার তুলে ধরা হয়েছে। তিনি বলেন, খুব শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ট্রেইলারেই স্পষ্ট, এটি কেবল একটি কাহিনিনির্ভর ছবি নয়; বরং সমাজের এক নির্মম ও অবহেলিত বাস্তবতার প্রতিফলন।
একটি যৌনপল্লি উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রঙবাজার’-এর গল্প। বাস্তবতার ছাপ আরও গভীর করতে ছবিটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে দেশের আলোচিত দৌলতদিয়া যৌনপল্লিতে।
চলচ্চিত্রটিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল। যৌনকর্মীর ভূমিকায় দর্শকরা দেখতে পাবেন শম্পা রেজা, নাজনীন চুমকি ও তানজিকা আমিনকে। এছাড়া মাদক কারবারির চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
রাজনৈতিক নেতার ভূমিকায় রয়েছেন লুৎফর রহমান জর্জ ও বড়দা মিঠু।
তামজিদ অতুলের গল্প ও ভাবনা থেকে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সাহসী বিষয়বস্তু, বাস্তবধর্মী চিত্রায়ন ও শক্তিশালী অভিনয়ের কারণে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘রঙবাজার’। এখন দর্শকদের অপেক্ষা কেবল প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য।