15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬

চট্টগ্রামে নালায় বস্তাবন্দী ম’রদেহ, পকেটে অটোরিকশার চাবি

জনপ্রিয়
চট্টগ্রাম নগরের বন্দর থানাধীন আনন্দবাজার এলাকায় একটি নালা থেকে বস্তাবন্দী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ময়লার ডিপোর পাশের নালায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি বস্তায় ভরে নালায় ফেলে দেওয়া হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, নিহত ব্যক্তির পকেট থেকে একটি অটোরিকশার চাবি উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি পেশায় অটোরিকশাচালক হতে পারেন। নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
তিনি আরও জানান, হত্যার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
- Advertisement -spot_img
সর্বশেষ

জীবন বিপন্ন হলেও সীমান্তে মানুষ মারার চেষ্টা রুখব: ফেলানীর ভাই

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই আরফান হোসেন আনুষ্ঠানিকভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সৈনিক হিসেবে...