18 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২১, ২০২৫

ছাত্রীদের নিতম্ব স্পর্শ করে বিরক্ত করা সত্যি অমানবিক ছিল : নিমরিত

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :
হিন্দি ও পাঞ্জাবি বিনোদন জগতের পরিচিত মুখ নিমরিত কৌর আহলুওয়ালিয়া। শোবিজ অঙ্গনে বেশ পরিচিতি গড়ে নিয়েছেন নিজের কাজ দিয়ে। পাচ্ছেন জনপ্রিয়তাও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেনে এ অভিনেত্রী।
সেখানেই নিমরিত জানান, কলেজজীবনে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তিনি। তবে সাহসের সঙ্গে মোকাবেলা করেছেন সেসব।
পাঞ্জাবে কুম্বডা গ্রামের কাছে কলেজ ছিল নিমরিতের। যাতায়াতের পথে কখনো অশ্রাব্য মন্তব্য শুনতে হয়েছে।
কখনো ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে গিয়েছে হেনস্তাকারীরা। এমনকি কলেজছাত্রীদের নিতম্ব স্পর্শ করে চলে গিয়েছে, এমনও হয়েছে। কিন্তু একদিন ধৈর্যের বাঁধ ভেঙে যায় নিমরিতের।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘নানা রকমের অসভ্যতা করা হতো।
কিন্তু আমিও কম যাই না। একটা ঘটনার কথা মনে আছে। একবার আমি আর এক বান্ধবী কলেজের বাইরে একটি প্রিন্ট আউট-এর করাচ্ছিলাম। তখন সন্ধে সাড়ে ৭টা বাজে। দুটি মোটরবাইকে চারজন যুবক এসে দাঁড়ায় এবং আমাদের বিরক্ত করতে শুরু করে।
আমি আর সেদিন থেমে থাকতে পারিনি। হাতে একটি বড় পাথর তুলে নিয়ে বলেছিলাম, ‘চল আমাদের সঙ্গে থানায়।’ ভয় দেখাতে অনেককেই বলতাম, আমি সেনাপ্রধানের কন্যা। নানা রকমের মন্তব্য করে আমিও ভয় দেখাতাম।”
- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...