26 C
Dhaka
বুধবার, নভেম্বর ৫, ২০২৫

বাংলাদেশ আর নতুন রোহিঙ্গা আশ্রয় দেবে না: শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। বরং ইতিমধ্যেই আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান, অন্তবর্তী সরকার আশা করছে সামনের বছর রোহিঙ্গারা তাদের দেশে চলে যেতে পারবে। আন্তর্জাতিক সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। তবে কূটনৈতিকভাবে চেষ্টা চালাচ্ছে সরকার।

আরও পড়ুনঃ সাংবাদিক নির্যাতন: কুড়িগ্রামের ডিসির জামিন স্থগিতের আবেদন দায়ের

এসময় কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, রোহিঙ্গা সমস্যা শুধু একটি আন্তর্জাতিক সমস্যা নয়। বরং এটি রাজনৈতিক, সামরিক ও ভূরাজনৈতিক সমস্যা।

এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

৩৬ বছরের শিক্ষকতার ইতি টানলেন শায়েস্তা খাতুন

প্রধান শিক্ষক শায়েস্তা খাতুনের চাকরিজীবনের শেষ দিন। তাঁকে বিদায় জানাতে এসেছেন শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকার সাধারণ...