24 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

লিটনদের সম্মানে পাকিস্তান রাষ্ট্রপতির নৈশভোজ আয়োজন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

লাহোরে চলছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ খুইয়ে বসেছে লিটন-শান্তরা। তবে মাঠের ব্যর্থতা ভুলিয়ে দিয়েছে আতিথেয়তায় ভরা একটি রাত। লাহোরে আয়োজিত এক গালা ডিনারে টাইগারদের সম্মান জানান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি জারদারি এবং আয়োজক ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তারা এ গালা ডিনারে রাষ্ট্রীয় অতিথি মর্যাদা পান। উপস্থিত ছিলেন পাকিস্তান দলের সদস্যরাও।

রাত্রিকালীন এ আয়োজনে উচ্ছ্বাস দেখা গেছে টাইগারদের চোখেমুখে। নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার মধ্যেও বাংলাদেশ দলের সফরকে বিশেষভাবে মূল্যায়ন করছে পাকিস্তান। সিরিজ আয়োজনকে ঘিরে দেশটির গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইতিবাচক বার্তা পেয়েছে ক্রিকেটবিশ্ব।

উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণে পাঁচ ম্যাচের প্রস্তাবিত সিরিজ কমিয়ে তিন ম্যাচে আনা হয় বাংলাদেশের অনুরোধে। এর মধ্যে দুটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান।

আজ রাত ৯টায় লাহোরে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজ বাঁচানো না গেলেও শেষ ম্যাচে জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...