16 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫

কুড়িগ্রামের রৌমারীতে পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহবাব মণ্ডল (আড়াই বছর) ও আবু তোহা মণ্ডল (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী এবং রৌমারী থানার উপপ‌রিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহনেওয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাব কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে এবং আবু তোহা একই গ্রামের আবু তালেবের ছেলে। মৃত দুই শিশু সম্পর্কে মামা-ভাগ্নে।

পরিবারের বরাতে চেয়ারম্যান মোঃ সরবেশ আলী জানান, বুধবার সকালে ওই দুই শিশু তালেব মণ্ডলের বাড়িতে খেলা করছিল। এ সময় সবার অজান্তে তারা বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নি‌য়ে যায়। দা‌য়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে তাৎক্ষণিক একই এলাকার বাসিন্দা ও কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তি‌নি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কুড়িগ্রাম জেলার রৌমারী থানার উপপ‌রিদর্শক মোঃ শাহনেওয়াজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। সহকারী কমিশনার (ভূ‌মি) ঘটনাস্থলে গেছেন। দুই শিশুর মৃত‌্যুর ঘটনায় প্রয়োজনীয় আই‌নি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...