Your Ads Here 100x100 |
---|

সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের দায়িত্বে থাকা এক ডজনের বেশি জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিবির।
ঘটনা সম্পর্কে অবগত দুজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পররাষ্ট্রনীতি ও কূটনীতিকদের পুনর্বিন্যাসে ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র মতে, ট্রাম্পের শপথের আগে থেকে সরে দাঁড়ানো কূটনীতিকদের মধ্যে জন বাস অন্যতম।
রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি হিসাবে তিনি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্য দেখভাল করতেন। তাঁর বিদায়ের খবর সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে আসে।
সূত্র জানায়, বাইডেন প্রশাসনের আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদমর্যাদার সব কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে, অর্থাৎ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের অধীনে কাজ করা সবাইকে সরে যেতে হচ্ছে।
গত সপ্তাহে রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কূটনীতিককে পদত্যাগ করতে বলেছে।

তবে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বা ট্রাম্প শিবির কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প আরও শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন বলে ধারণা। তিনি ইউক্রেন-রাশিয়া শান্তি এবং ইসরায়েলকে আরও সমর্থন দেওয়ার কথা বলেছে ।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ বানানো এবং ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দেওয়ার ঘোষণা দেন।
নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মার্কো রুবিওর নিয়োগ নিশ্চিত হয়েছে। কংগ্রেসে শুনানিতে তিনি বলেন, পররাষ্ট্র দপ্তরের কর্মীদের পররাষ্ট্রনীতি নির্ধারণ ও বাস্তবায়নে আরও বড় ভূমিকা থাকা উচিত।