27.5 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে জোভান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঈদ উপলক্ষে নির্মিত নতুন নাটক ‘আশিকি’র ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সিএমভি ব্যানারে নির্মিত এই নাটকে জোভানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নাজনীন নীহা। তবে নাটকের ট্রেলার প্রকাশের পর থেকেই ‘ওভারঅ্যাক্টিং’ নিয়ে নেটিজেনদের ট্রলের শিকার হচ্ছেন জোভান।

নাটকে ‘আশিক’ চরিত্রে অভিনয় করেছেন জোভান, যিনি গানপাগল এক তরুণ—বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয়, আর নিজে স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। রকস্টার লুকে মঞ্চে গাইতে দেখা যাবে তাকে। কিন্তু এই লুকই এখন পরিণত হয়েছে ট্রলের মূল বিষয়বস্তুতে।

ট্রেলারে দেখা যায়, আবেগঘন দৃশ্যে জোভানের মুখাবয়ব, সংলাপপ্রদান ও অভিনয় স্টাইল দর্শকদের একাংশের কাছে অতিনাটকীয় মনে হয়েছে। ফেসবুক ও ইউটিউবের বিভিন্ন পেজ, গ্রুপে তার অভিনয় নিয়ে হাস্যরস, মিম ও ব্যঙ্গ চলছে।

কেউ লিখেছেন, “গিটার হাতে তার এক্সপ্রেশন একদমই মানায়নি।” আরেকজন মন্তব্য করেছেন, “এটা কি নাটক, না ওভারড্রামা?” কেউ কেউ সরাসরি বলেছেন, “ভাই, এতোটা ওভারঅ্যাক্টিং কেন?”

তবে ট্রেলারটির ভিজ্যুয়াল ও আবহসংগীত কিছু দর্শকের প্রশংসাও পেয়েছে। জোভানের ভক্তরা বলছেন, “একটা ট্রেলারের ভিত্তিতে পুরো নাটককে বিচার করা ঠিক নয়।”
সবমিলিয়ে, ‘আশিকি’ মুক্তির আগেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। এখন দেখার পালা, ট্রলের বাইরে গিয়ে নাটকটি আদৌ দর্শকপ্রিয়তা পায় কি না।

- Advertisement -spot_img
সর্বশেষ

টুঙ্গিপাড়ায় পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা

খবরের দেশ ডেস্ক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতা। বুধবার সকালে উপজেলার...