27.2 C
Dhaka
বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

ভাবনার আবেগঘন পোস্টে সমালোচনায় আনুশকা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

১৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আইপিএল জয়ী হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দীর্ঘ পথের যাত্রায় টানা ১৮ বছর ছিলেন বিরাট কোহলি, কিন্তু কখনো চ্যাম্পিয়ন হওয়া হয়নি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। জয়ের আনন্দে মাতোয়ারা কোহলি পরিবার। বিশেষ করে বিরাটের বোন ভাবনা কোহলির আবেগঘন পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাবনা লিখেছেন, “এই রাত, এই মুহূর্তটা আমরা সেই স্বপ্ন উদযাপন করছি। তোমার অপেক্ষা অনেক দীর্ঘ ছিল। এখন প্রতিটি মুহূর্তকে নীরবতা আর প্রশান্তি দিয়ে অনুভব করা দরকার।” ঈশ্বর ও দলের লাখ লাখ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভাই বিরাটকে ‘ঈশ্বর পুত্র’ হিসেবে অভিহিত করে বলেছেন, “একজন বীরের পাশে দাঁড়ানো সহজ নয়, আর তুমি তা করে দেখিয়েছ। স্বর্গে কেউ গর্বে হাসছে।”

তবে ভাবনার আবেগঘন পোস্টে আনুশকা শর্মার কোনো প্রতিক্রিয়া মেলেনি, যা নিয়ে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। কিছু নেটাগরিক ভাবনাকে কটাক্ষ করে বলছেন, “আনুশকা তো পাত্তা দেয় না আপনাকে।” এ বিষয়ে ভাবনা পাল্টা জবাব দিয়ে লিখেছেন, “ভালবাসার অনেক ধরন থাকে। লোক দেখানো নয়, সত্যিকারের পারিবারিক ভালবাসা পাওয়া প্রত্যেকের ভাগ্যের বিষয়।”

বিরাট-কোহলি পরিবারের সম্পর্কের এই গল্প অনুগামীদের মধ্যে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। যদিও বিরাট নিজে কোনো মন্তব্য করেননি, এই মুহূর্তে পরিবারের একতা ও আবেগ সকলের কাছে স্পষ্টই ফুটে উঠেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিনের মানব ট্রায়াল শুরু করতে যাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ক্যান্সারের শেষ?  এই বছর বিশ্বের প্রথম এআই-তৈরি ক্যান্সার ভ্যাকসিন মানব ট্রায়াল শুরু করবে, জনসাধারণের জন্য বিনামূল্যে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধে...