Your Ads Here 100x100 |
---|
আসছে ভালোবাসা দিবসে নতুন একটি গান নিয়ে আসছেন সংগীতশিল্পী ইমরান। ‘মন বুঝলি না’ গানটির কম্পোজিশন করেছেন ফুয়াদ আল মুক্তাদির।
গানের কথা লিখেছেন আবদার রহমান। ফুয়াদের সঙ্গে যৌথভাবে আছেন সঞ্জয়। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটিতে মডেল হিসেবে আছেন সুমনা। গানটি ইমরানের নিজস্ব চ্যানেলে আসছে ভালোবাসা দিবসে।
গানটি নিয়ে ইমরান বলেন, ‘মন বুঝলি না’ গানটা অনেক পছন্দের একটা গান। অনেক দিন পর ফুয়াদ ভাইয়ের সঙ্গে কলাবোরেশন হলো। এটা তার সঙ্গে আমার দ্বিতীয় কাজ। প্রথম গান করেছিলাম ধোঁয়া নামে। গানটা শ্রোতারা খুব পছন্দ করেছিলেন এবং জনপ্রিয় একটা গান। শেষবার যখন আমেরিকায় গিয়েছিলাম তখন এই গানটার পরিকল্পনা করি। এতে ভিন্ন ধরনের ড্যান্স ভাইভ পাওয়া যাবে। গানটিতে আরও কলাবোরেশন করেছেন সঞ্জয়।’
গত বছরের ১০ ডিসেম্বর প্রকাশ হয়েছে ইমরান ও পড়শীর দ্বৈতকণ্ঠের গান ‘কথা একটাই’। গানটি দীর্ঘদিন ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল।