26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

দর্শক যত বেশি হলে আসবেন, তত বেশি নির্মাতারা সাহস পাবেন: বাঁধন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100
বিনোদন ডেস্ক :

প্রথমবারের মতো ঈদে সিনেমা মুক্তি পেয়েছে আজমেরী হক বাঁধনের। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটিতে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির মুক্তির পর দর্শকের সঙ্গে সিনেমা দেখতে হল ভিজিট করছেন অভিনেত্রী। দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, যারা যারা এ ছবিটি দেখেছেন, তারা বলছেন—গল্পটা আলাদা, আর্ট ডিরেকশন ও ক্যামেরার কাজ বেশ ভালো লেগেছে।

 

অভিনয় নিয়েও প্রশংসা পাচ্ছি।

এরপর বললেন, আমাদের দেশের সিনেমা, আমাদের গল্প—এসব বড় পর্দায় দেখাতে হবে, দেখতে হবে। দর্শক যত বেশি হলে আসবেন, তত বেশি নির্মাতারা সাহস পাবেন নতুন কিছু করার।

ঈদে প্রথম সিনেমা মুক্তি প্রসঙ্গে বলতে গিয়ে বাঁধন বলেন, এটা আমার প্রথম ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা।

 

একটু নার্ভাস লাগছে ঠিকই, তবে আশাবাদীও বটে।  সিনেমাটি মুক্তির আগের রাতে ঘুমাতে পারিনি। মনে হয়েছে আমার পরীক্ষার রেজাল্ট দেব। এটা আমার কাছে ভিন্ন চরিত্র ও ভিন্ন গল্পের ছবি।

 

এই এশা মার্ডার নিয়ে যেখানে যতটা পারি দর্শকের কাছে পৌঁছাতে চাই।’

 

সিনেমাটিকে ‘আইনি থ্রিলার-সাসপেন্সে ভরপুর একটি রোলারকোস্টার রাইড’ হিসেবে বর্ণনা করেছেন বাঁধন। পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য অস্ত্র চালনা, সংলাপ ও বডি ল্যাঙ্গুয়েজের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে বলেও জানান তিনি। বললেন, আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা ছিল এই চরিত্রটি। সংলাপ থেকে হাঁটাচলা—সবকিছুতেই পুলিশি ভাব আনার চেষ্টা করেছি।

 

আগামীতে আর এই চরিত্র করব না। ভিন্ন কোনো চরিত্র করব।’

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...