26.3 C
Dhaka
বুধবার, আগস্ট ১৩, ২০২৫

ভুয়া অফার ও প্রতারণা নিয়ে স্টার সিনেপ্লেক্সের সতর্ক বার্তা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্ক:

ঈদ মানেই সিনেমা হলে দর্শকের ঢল। টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা কিংবা টিকিট না পেয়ে ফিরে যাওয়ার দৃশ্যও খুব সাধারণ। তাই অনেকেই অনলাইনে আগেই টিকিট কেটে রাখেন। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতারক চক্র।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নামে কিছু ভুয়া অনলাইন গ্রুপ, পেজ ও ওয়েবসাইট তৈরি করে টিকিট বিক্রির নামে প্রতারণা করা হচ্ছে। এসব অননুমোদিত মাধ্যমে টিকিট কিনে দর্শক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দর্শকদের অনুরোধ করছি, অননুমোদিত সাইট বা গ্রুপ থেকে কোনোভাবেই টিকিট কিনবেন না।’ তিনি আরও বলেন, ‘কেউ যেন ব্যক্তিগত তথ্য বা পেমেন্ট ডিটেইলস কোনো সন্দেহজনক অ্যাকাউন্টে শেয়ার না করেন।’

স্টার সিনেপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অনলাইনে টিকিট কেনার জন্য শুধু দুটি মাধ্যম—www.cineplexbd.com এবং m.me/mycineplex—ব্যবহার করা উচিত। এছাড়া সরাসরি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

চলতি ঈদে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে রায়হান রাফীর তাণ্ডব রয়েছে শীর্ষে। এতে শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর ও আফজাল হোসেনসহ অনেকে অভিনয় করেছেন।

দর্শকদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রক্ষা করতেই স্টার সিনেপ্লেক্সের এই সতর্কতা—তাদের ভাষায়, ‘আমরা চাই না কোনো অসাধু চক্র এই সম্পর্ক নষ্ট করুক।

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজায় ক্ষুধার্ত শিশুদের কাছে যান , পোপ লিওকে জানালেন ম্যাডোনা

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছেন মার্কিন সংগীত শিল্পী ম্যাডোনা। ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের সাহায্যে...