26 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫

সিঙ্গাপুর ম্যাচ দেখতে মাঠে হাজির ফারুক আহমেদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্ক:

দেশের ফুটবলে যেন নতুন এক জোয়ার। হামজা চৌধুরী, শমিত, ফাহামেদুলদের আগমনে জাতীয় ফুটবল দলে এসেছে গতি ও আক্রমণের ঝলক। এই নতুন চেহারার দলকে ঘিরে আশাবাদী ক্রীড়াপ্রেমীরা। এমনকি ক্রিকেটাঙ্গনের ব্যক্তিত্বরাও এবার ফুটবলের দিকে নজর দিচ্ছেন।

মঙ্গলবার সন্ধ্যায় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে তিনি উপভোগ করেন ফুটবলারদের প্যাশন ও পারফরম্যান্স।

ম্যাচ ঘিরে সকাল থেকেই স্টেডিয়াম এলাকায় উৎসবমুখর পরিবেশ। অনলাইনে বিক্রি হওয়া ১৮ হাজার ৩০০ টিকিট মুহূর্তেই শেষ। দুপুরের মধ্যেই স্টেডিয়াম পাড়া জনসমুদ্রে রূপ নেয়।

ক্রিকেটাররাও পিছিয়ে নেই। জাতীয় দলের পেসার রুবেল হোসেন ও খালেদ আহমেদ ফুটবলারদের শুভকামনা জানিয়েছেন সামাজিক মাধ্যমে। হামজাদের ছবি পোস্ট করে তারা দলকে সাহস জুগিয়েছেন।

ম্যাচের আগেই আত্মবিশ্বাসী হামজা জানান, “আমরা টিমে মনোযোগ রাখতেছি, আক্রমণাত্মক খেলব। ইনশাআল্লাহ জিতমু।”

এই উজ্জীবিত দলকে ঘিরে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। শুধু জয়ের আশা নয়, পুরো জাতি এখন চাইছে ফুটবলে একটি স্থায়ী উত্থান। আর এই যাত্রার সূচনাটা যেন হয়েছে হামজাদের পা ধরে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...