21 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

সেইফ এক্সিটের’ পরিকল্পনায় ইরানের সিনিয়র কর্মকর্তারা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলের আকস্মিক হামলার পর ইরানের শীর্ষ নেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কায় ‘সেইফ এক্সিট’ বা নিরাপদ প্রস্থানের পরিকল্পনা করছেন দেশটির সিনিয়র কর্মকর্তারা। এমন তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

রোববার এক লাইভ প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানায়, সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলী খামেনির ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজি রাশিয়ার উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন। ইঙ্গিত মিলেছে, পরিস্থিতি খারাপ হলে তিনি ও তার পরিবার তেহরান ছাড়বেন।

ইরান ইন্টারন্যাশনাল আরও জানায়, রাশিয়ার এক সিনিয়র কর্মকর্তা হেজাজিকে আশ্বস্ত করেছেন যে, উত্তেজনা বাড়লে মস্কো তাকে নিরাপদ করিডোরের মাধ্যমে সরিয়ে নিতে সাহায্য করবে।

এরই মধ্যে কিছু শীর্ষ ইরানি কর্মকর্তা দেশত্যাগের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলেও দাবি করেছে গণমাধ্যমটি।

গত শুক্রবার ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি এবং কিছু বেসামরিক স্থাপনায় হামলা চালায়। এতে অন্তত ২০০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন ২০ জন সামরিক কমান্ডার ও ১২ জন পরমাণুবিজ্ঞানী। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে উঠছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরানের ভেতরে এমন ‘সেইফ এক্সিট’ পরিকল্পনার খবর দেশটির অভ্যন্তরীণ সংকট ও অনিশ্চয়তা স্পষ্ট করে তুলেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যাকাণ্ড: ঘটনার ৬০ ঘণ্টা পর গৃহকর্মী আয়েশা ও তার স্বামী গ্রেপ্তার

ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা লায়লা আফরোজ (৪৮) ও মেয়ে নাফিসা লাওয়াল (১৫) হত্যাকাণ্ডের প্রায় আড়াই দিন পর গৃহকর্মী...