32.1 C
Dhaka
শনিবার, আগস্ট ৯, ২০২৫

‘তাণ্ডব’–‘ইনসাফ’ দিয়ে ঢাকাই সিনেমায় সাবিলা ও ফারিণের বর্ণিল অভিষেক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঈদুল আজহার মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ ও ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে ঢালিউডের মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিষেক হলো নাটকের দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণের। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’–এ সাবিলা, আর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’–এ দেখা গেছে ফারিণকে। দর্শক এই দুই অভিনেত্রীকে পর্দায় সাদরে গ্রহণ করেছেন বলেই ঈদের ছুটিতে হলগুলোতে দেখা গেছে তাদের সরব উপস্থিতি।

নাটক ও ওয়েব দুনিয়ায় অভ্যস্ত হলেও বড় পর্দার আলাদা মাধুর্যে মুগ্ধ সাবিলা ও ফারিণ। সাবিলা বলেন, ‘শাকিব খানের বিপরীতে কাজের প্রস্তাব পাওয়ার পর দ্বিতীয়বার ভাবিনি। এ রকম সুযোগ হাতছাড়া করাটা বোকামি হতো।’ ‘তাণ্ডব’-এ গান ও সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতাকেও দুর্দান্ত বলেছেন তিনি।

অন্যদিকে, আগেই কলকাতার ‘আরো এক পৃথিবী’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ফারিণের। দেশে তার প্রথম সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। তবে ‘ইনসাফ’–এ পুলিশ অফিসার চরিত্রে তাকে দেখা গেছে একেবারে নতুন এক রূপে। অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহতও হয়েছেন তিনি।

ফারিণ বলেন, ‘আমি সব সময় নিজের কাজকে ভিন্নমাত্রা দিতে চেয়েছি। “ইনসাফ” সেই জায়গাটিই তৈরি করে দিয়েছে।’ সিনেমাকে ঘিরেই এখন তার আগামীর পরিকল্পনা।

এই ঈদে দর্শকপ্রিয়তার দৌড়ে সাবিলা ও ফারিণের অভিষেক ঢালিউডে এক নতুন সম্ভাবনার জানালা খুলেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি

  মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীতে দেশ কোল্ডস্টোরেজে ডাকাতি হয়েছেন। রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার...